আমিরাতে জনপ্রতি ফিতরা ২০ দিরহাম

UAEsm20160701201307সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ২০ দিরহাম।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স এবং দাতব্য কার্যক্রম বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমিরাতে বসবাসরত প্রত্যেক মুসলিমকে ২০ দিরহাম অথবা ২ কেজি ৪০০ গ্রাম খেজুর-ধান ফিতরা বাবদ গরিবদের মধ্যে বিতরণ করতে হবে।

এই ফিতরা ঈদুল ফিতরের নামাজের আগেই দিতে হবে বলে জানানো হয় বিবৃতিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.