তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাম্প্রতিক একটি বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেছেন, সম্প্রতি দেশের একজন প্রতিমন্ত্রীকে (ডা. মুরাদ হাসান) বলতে দেখলাম- ‘আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেবো।’
এটা কি আপনার দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনি একজন মন্ত্রী, এটা কি মন্ত্রিপরিষদে আলোচনা করেছেন?
আপনি একজন সংসদ সদস্য হিসেবে স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন?
কোনো কোরামেই করেননি। বলে দিলেন আমি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম মানি না।।
শনিবার ঢাকার আশুলিয়ার বাইপাইলে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দশম কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন সাঈদ খোকন এসব কথা বলেন।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল হক সুমন এ কথা জানান।