নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে কলেজ গেইট হাজী বিরিয়ানি হাউস নামের একটি খাবার দোকানে গন্ডারের মাংস জব্দ করার সংবাদটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
আজ সোমবার বেলা ১২ টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মো. ফজলুর রহমান বলেন, গন্ডারের পচা মাংস জব্দ এ সংবাদটি সত্য নয়।আমি অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি হাউস নামের ওই দোকানের ফ্রীজ থেকে ৬০ কেজি পঁচা ও ১০ কেজি রান্না করা গরুর মাংস জব্দ করি।
এ ঘটনায় ওই দোকানীর ৩০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। এ দোকানে গন্ডারের পঁচা মাংস কোথায় থেকে আসলো সে সম্পর্কে আমার জানা নেই। তিনি বলেন, সঠিক তথ্য না জেনে স্থানীয় সাংবাদিকরা এ অসত্য সংবাদ ছড়িয়েছেন।