কোনো সাম্প্রদায়িক আঘাতে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুর্গাপূজা ঘিরে সারাদেশে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এসব চোরাগুপ্তা হামলাও বন্ধ হবে।
কারণ, বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
সোমবার ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।