জন্মদিনে মানুষ কেক কাটে, হাত তালি দেয়।
কিন্তু তার কিছুই আমরা আজ করতে পারছি না।
যখন নিষ্পাপ রাসেলের ছবি আমাদের সামনে ভেসে ওঠে তখন আমাদের মাঝে আর কোনো উৎসবের আমেজ থাকে না।
সোমবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের দিনে আমার উপলব্ধি হচ্ছে শেখ রাসেলের খুনি কারা, তাদের খুঁজে বের করতে হবে। এই খুনিদের বিচার অনেকাংশে শেষ হয়েছে।
বাকিদেরও খুঁজে বের করতে হবে। বিদেশের মাটিতে বসে থাকা পলাতক খুনিরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।