শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতা বিরোধী এবং ৭৫ এর পরবর্তী সময়ের ঘাতকরাই বার বার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
২০২১ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।
তারাই নির্বাচনকে ইস্যু করে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে তাণ্ডব চালিয়েছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে সুখী নয়।
তারা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়। তারা সব সময় তৎপর।
তারা সময় খুঁজে নেয়।