দেশে শাওমি’র মোবাইল ফোনের ফ্যাক্টরি চালু কাল

বাংলাদেশে শাওমি’র মোবাইল ফোনের ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ফ্যাক্টরি উদ্বোধন করা হবে।

আইসিটি বিভাগের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনানীর শেরাটন হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্ধোন করার কথা রয়েছে।
যেখানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকেরও উপস্থিত থাকার কথা।

মোবাইল ফোনের ফ্যাক্টরি চালুর পাশাপাশি এই অনুষ্ঠানে স্মার্টফোন ব্র্যান্ডটির নতুন পরিকল্পনা, অফার নিয়েও ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, শাওমি বাংলাদেশ কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি নিজেরাই কারখানার কার্যক্রম পরিচালনা করবে।
এ জন্য তারা বাংলাদেশে বড় ধরনের এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) নিয়ে আসছে। গাজীপুরে কারখানা স্থাপন করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.