রুহী ও রাশেদ নবদম্পতি। কোনো কিছুরই অভাব নেই তাদের। কিন্তু দু’জনেরই একটা রোগ থাকে। চৌর্যবৃত্তির রোগ। অকারণেই নানা জায়গা থেকে জিনিসপত্র চুরি করেন তারা। কিন্তু এ অদৃশ্য ম্যানিয়া একদিন তাদের জীবনে নিয়ে আসে নির্মম ট্র্যাজেডি। নিজের সন্তান নিয়েই বিপদে পড়েন তারা। এমন গল্প নিয়ে তানিম রহমান অংশুর নাটক ‘ফ্লিপার’।
মীর শরীফুল করিম শ্রাবণের এ গল্পে রুহী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা এবং রাশেদ চরিত্রে অপূর্ব।
আসছে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে।