প্রতি কেজি ধান উৎপাদনে শ্রমিক খরচ চার টাকা

দেশে প্রতি কেজি বোনা আউশের জন্য শ্রমমজুরি খরচ হয় চার টাকা।
দেশি বোনা আমনে খরচ তিন টাকা ৭৩ পয়সা।
উচ্চফলনশীল আমনে খরচ তিন টাকা ৭৩ পয়সা।
অপরদিকে ভুট্টার বিপরীতে শ্রমমজুরি মাত্র এক টাকা ৭৬ পয়সা।
গড়ে ধান ও ভুট্টা উৎপাদনে কেজিপ্রতি শ্রমমজুরি খরচ তিন টাকা ২৭ পয়সা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘কৃষিপণ্যের স্থূল বাজারজাতকৃত উদ্বৃত্ত জরিপ’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে আরো দেখা যায়, দেশে ডালজাতীয় ফসল উৎপাদনে গড়ে কেজিপ্রতি মজুরি বাবদ খরচ হচ্ছে ছয় টাকা ১২ পয়সা।
বাদাম উৎপাদনে সবচেয়ে বেশি ১০ টাকা ১১ পয়সা।
পাট উৎপাদনে শ্রমিক বাবদ খরচ ১০ টাকা ৬৩ পয়সা।
অর্থাৎ ধান উৎপাদনের চেয়ে পাট উৎপাদনে শ্রমিকের খরচ বেশি লক্ষ্য করা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.