বিশ্বে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের শীর্ষে রবি

file (3)বিশ্বসেরা সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের অনন্য স্বীকৃতি অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

অনলাইন বিশ্লেষণ প্রকাশক, বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠান ‘সোশ্যালবেকারস’ চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য রবিকে এই স্বীকৃতি দিয়েছে।

রবি গত বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) একই স্বীকৃতি লাভ করে।

রোববার (০৩ জুলাই) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, মোবাইল টেলিযোগাযোগ শিল্পে রবি যে ডিজিটালাইজেশনের দিক থেকে এগিয়ে রয়েছে এ ধরনের বৈশ্বিক স্বীকৃতি তারই প্রতিফলন।

তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের র্যাংকিং হয়ে থাকে।

‘সোস্যালি ডিভোটেড’ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেতে হলে যে কোনো ব্র্যান্ডকে ফেসবুক অথবা টুইটারে কমপক্ষে ৬৫ শতাংশ গ্রাহকের প্রশ্নের রেসপন্স দিতে হয়।

রবি বছরজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তার ফ্যানদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

অনলাইন রেসপন্স রেটের নিয়মিত বেঞ্চমার্কিং ও কাটিং-এজ প্রযুক্তি গ্রহণ, টুলস ও টেকনিক রবিকে গ্লোবাল চার্টের শীর্ষ অবস্থানে নিয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.