বলিউডের নাম বদলাতে অমিতাভ-শাহরুখকে অনুরোধ

file (4)পশ্চিমা ছবির বাজারকে হলিউড আর উপমহাদেশের রুপালি পর্দার সবচেয়ে বড় বাজার ভারতীয় চলচ্চিত্রকে সবাই বলিউড নামে আখ্যায়িত করা হয়। বহুদিন ধরে এভাবেই চলে আসছিলো। তবে সম্প্রতি ভারতীয় হিন্দী ভাষার চলচ্চিত্রকে বলিউড সম্বোধন নিয়ে আপত্তি তুলেছেন খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই।

বলিউডের এই গুণী পরিচালক নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা শাহরুখ খানকে সংযুক্ত করে বলেন ‘ইন্ড্রাস্ট্রির সকলের কাছে এবং বিশেষ করে অমিতাভ ও শাহরুখের কাছে আবেদন রইলো তারা যেন বলিউড নামটি বদলানোর চেষ্টা করেন। কেউ যেনো আর আমাদের ইন্ড্রাস্ট্রিকে ‘বলিউড’ না বলেন।’

এর কারণ হিসেবে সুভাষ ঘাই জানান, ‘এ নামের কোনো স্বকীয়তা নেই। পশ্চিমের হলিউড থেকে কপি করে কেউ একজন বলিউড নাম দিয়েছে আমরা তা নিয়েই পড়ে আছি। যে নামে আমাদের কোনো স্বকীয়তা নেই।’

তিনি আরো বলেন, যেহেতু ‘বলিউড’ একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে তাই আমরা এখন থেকে বলিউড শব্দটির সাথে ‘হিন্দী সিনেমা’ শব্দটি ব্যবহার করা উচিত।

তবে সুভাষ ঘাইয়ের এই আবেদনে এখনো নিজেদের কোন মতামত জানাননি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.