উন্নয়নমূলক কাজ নামে আওয়ামী লীগ এখন যা করছে, তা সম্পূর্ণভাবে তাদের দুর্নীতির উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো করাই হয়েছে মেগা দুর্নীতির জন্য।
সাধারণ মানুষ নিজেরাই বলছে কোনো কাজে কোনো দফতরে গেলে দুর্নীতি ছাড়া কাজ হয় না।
পদ্মা সেতুতে বাজেট বাড়ানো হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টে বাজেট বৃদ্ধিসহ বিদ্যুৎ খাতেও চরম দুর্নীতি করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে এবং করছে।
আর সেজন্যই একদলীয় ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আলুর দাম কোল্ডস্টোরে কম, কিন্তু ঢাকায় বেশি।
কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দিতে সরকার কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
এই সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের সহযোগিতায় এই দাম বৃদ্ধি করছে।