বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে।
ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে শুক্রবার আরব আমিরাত ছাড়বে টাইগাররা।
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে চলতি আসরের মূল পর্বের পাঁচটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে ব্যর্থ রিয়াদ কী তাহলে নিজের অধিনায়ক ক্যারিরারের ইতি টেনে দেবেন?
এমন প্রশ্নে মাহমুদউল্লাহ রিয়াদ বেশ কৌশলী উত্তর দিয়েছেন।
অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা আসলে আমার হাতে নেই।
এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডে’র কাছ থেকে আসবে।
আমার দিক থেকে আমি সব সময়েই চেষ্টা করেছি দলকে আগলে রাখতে, ভালো পারফরম্যান্স আদায় করতে।
সম্ভবত আমার নেতৃত্বে কোনো ঘাটতি ছিল, এ জন্য হয়তোবা পার’ফরম্যান্স আদায় করতে পারিনি। নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্নের উত্তর আমি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিচ্ছি।
এখানে আমার মন্তব্য করার কিছু নেই।’
এর আ’গে দীর্ঘ ১৬ মাস পর গত জুলাইতে টেস্ট দলে জায়গা পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলে হুট করেই জানিয়ে দেন টেস্ট থেকে অ’বসরের কথা।
যদিও সেটি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এ নিয়ে।