‘অলটাইম লো’—বলছেন চতুর্থ মেয়াদে সভাপতি পদে আসীন নাজমুল হাসানের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকজনই।
দুঃসময় আগেও এসেছিল তবে এমন প্রলয়ংকরী ঝড় তুলে নয়।
তাই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে পড়েছেন স্বয়ং নাজমুল হাসান। তবে এবার ভিন্ন কৌশলে। মিডিয়ার সামনে ক্ষোভ উগড়ে দিয়ে নয়, নীরবে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার পন্থা নিয়েছে বিসিবি।
সেসবের চৌম্বক অংশ—বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের আলাদাভাবে ডেকে শোনা হবে ব্যর্থতার কারণগুলো।
এমন পরিস্থিতিতে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পড়েন নাজমুল হাসান, সবিস্তার বর্ণনা করেন ব্যর্থতার কারণ।
কিন্তু এবার সেই সুযোগ না দিয়ে তিনি এখন লন্ডনে।
তবে যাওয়ার আগে মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালকে নিজের বাসায় ডেকে নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনসহ গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকদের সঙ্গে।
সেখানেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক নীতিনির্ধারক।