গুলশান হামলার তদন্ত প্রতিবেদন ২৪ আগস্টের মধ্যে দেয়ার নির্দেশ

2016_07_06_14_36_44_ndlUqsb1oE30acF6htMCnGRMZSf4ln_256xautoগুলশানের হলি অর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার অভিযোগে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৬ জুলাই) ওই মামলার নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে পুলিশ। পরে মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী মামলা তদন্ত করে ২৪ আগস্টের মধ্যে এ নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এ কথা জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ।

পুলিশ এ নিয়ে মামলা করার কথা জানিয়ে বলেছে, অভিযোগপত্রে ৫ হামলাকারীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করার কথা জানিয়েছে।

গত শুক্রবার (০১ জুলাই) গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। রেস্টুরেন্ট চত্বরে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে সেখানে রাতের খাবার খেতে আসা দেশ-বিদেশের অতিথিদের মধ্যে ভীতি ছড়িয়ে তাদের জিম্মিকে করে। রাতে জিম্মিদের ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। হামলার খবর পেয়ে সেখানে গিয়ে সন্ত্রাসীদের গুলি ও বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

সন্ত্রাসী হামলার ১২ ঘণ্টা পর শনিবার (০২ জুলাই) সকালে আইন-শৃঙ্খলা বাহিনী রেস্টুরেন্ট থেকে ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে উদ্ধার করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.