বাপা অফিসে বিমান প্রতিমন্ত্রীকে স্বাগত জানান পাইলটরা

পাইলট সংকটের কারণে বিমানের ফ্লাইট সিডিউল লন্ডভন্ড হওযার খবর শুনে বিমানবন্দরে ছুটে যান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এসময় পাইলটরা ফুল দিয়ে স্বাগত জানান বিমান প্রতিমন্ত্রীকে।
মন্ত্রী দ্রুত এই সংকট নিরসনের জন্য বিমান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন। বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি পাইলটদের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশন (বাপা) অফিসে যান। তিনি সেখানে একান্তে পাইলটদের সঙ্গে কথা বলেন। তাদের দাবি দাওয়া গুলো শুনেন এবং ন্যায্য দাবিগুলো দ্রুত নিরসনের নির্দেশ দেন।
মন্ত্রীকে পেয়ে বাপা নেতারা বলেছেন, বিমান প্রশাসন পাইলটদের ‘মিথ্যা আশ্বাস’ দিয়েছিল। তারা বলেছিল, আগস্ট মাসে পাইলটদের বেতন সমন্বয় করা হবে। সেটি না করায় পাইলটেরা দুই মাস অপেক্ষা করেছেন। পাইলটরা এখন চাকরির চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৭৫ ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবেন। এর বাইরে আর কাজ করবেন না।

জানাগেছে পাইলটদের বেতন সমন্বয় না করায় অধিকাংশ পাইলট মাসে ৭৫ ঘন্টার বেশি ফ্লাইট না করায় এই সংকট তৈরী হয়েছে। পাইলটরা বলেছেন, বার বার আন্দোলন করার পরও বিমান ম্যানেজমেন্ট পাইলটদের দাবি পুরণ করছেন না। একারণে তারা মাসে ৭৫ ঘন্টার বেশি ফ্লাইট এবং ৮ দিনের কম ডে-অফ নিচ্ছেন না।
তাদের অভিযোগ করোনা ভাইরাসের কারণে অর্থ স্বাশ্রয় করতে ২০ থেকে ৫০ শতাংশ হারে পাইলটদের বেতন কর্তনের যে সিদ্ধান্ত ছিল কতৃপক্ষ সেটি সমন্বয় করেছে। কিন্তু ওভারসিস এলাউন্স উড্ডয়ন ঘন্টার অনুপাতিক হারে প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি এখনো বাতিল করেনি। পাইলটদের অভিযোগ ওভারসিস এলাউন্স তাদের মুল বেতনের অবিচ্ছেদ্য অংশ। এটি উড্ডয়ন ঘন্টার আনুপাতিক হারে বন্টন সম্পুর্ণ অবৈধ। এটা করতে গিয়ে জুনিয়ন পাইলটদের ৪৮ শতাংশ এবং সিনিয়র পাইলটদের মুল বেতনের ২২ শতাংশ কমে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.