গাইতে চান ইরফান খান

Irrfan-bg20160710134314অভিনয়ে শুধু বলিউড নয়, পাল্লা দেন হলিউড তারকাদের সঙ্গেও। এবার মাইক্রোফোনের পেছনেও নিজের প্রতিভা দেখাতে চান অভিনেতা ইরফান খান। আগামীতে চলচ্চিত্রের জন্য গাওয়ার ইচ্ছা আছে তার।

নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মাদারি’র প্রচারণা করতে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সারেগামাপা’য় অতিথি হিসেবে অংশ নিতে গিয়ে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ইরফান। এখানে প্রতিযোগীদের পরিবেশনা ভীষণ অনুপ্রাণিত করেছে তাকে। ৪৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এখানকার (সারেগামাপা) শিল্পীরা দারুণ। তাদের মধ্যে প্রতিভার কমতি নেই। ওদের পরিবেশনা সামনাসামনি দেখে আমিও গাওয়ার উৎসাহ পাচ্ছি। সামনে অবশ্যই গাইবো।’

এমন প্রতিভাবান শিল্পীদের পরিবেশনা সামনে থেকে উপভোগের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত ও ভাগ্যবান মনে করছেন ইরফান। একথা উল্লেখ তিনি আরও বলেন, ‘সবার পরিবেশনাই উপভোগ করেছি। বলতেই হচ্ছে তারা বিস্ময়কর প্রতিভাবান। তাদের প্রত্যেকেরই অনেকদূর যাওয়ার সামর্থ্য আছে।’

শনিবার (৯ জুলাই) ঈদের বিশেষ পর্বটি প্রচারিত হয়েছে জিটিভিতে। ভারতে ‘মাদারি’ মুক্তি পাবে আগামী ২২ জুলাই। অন্যদিকে হলিউডে আর কিছুদিন পর (২৮ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ইনফারনো’। এতে তার সহশিল্পী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.