‘ধর্মের সঙ্গে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই’: আমির

Aamir-Khan-reutersঅনাবিল আনন্দ বিলিয়ে দিতে প্রতিবছরের মতো এবারো এসেছে ঈদ; কিন্তু বিশ্বজুড়ে একের পর এক জঙ্গি হামলায় এই ঈদে শোকের ছায়া যেন গ্রাস করেছে সেই আনন্দকে। ঈদের দিনে সাম্প্রতিক সময়ের সন্ত্রাসবাদ সম্পর্কে নিজের মতামত প্রকাশ করলেন ভারতীয় অভিনেতা আমির খানও।যারা দেশ দেশে সন্ত্রাস চালাচ্ছে, ধর্মের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই-ঈদের দিনে এভাবেই জঙ্গিবাদের তীব্র নিন্দা করলেন তিনি।

পহেলা জুলাই ঢাকার গুলশানের ‘হলি আর্টিজেন’ রেস্তোরাঁয়, আর বৃহস্পতিবার কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদের নামাজের আগে হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে শুধু বাংলাদেশেই দুই সন্ত্রাসী হামলায় প্রাণ খোয়াতে হল অন্তত ২৮ জনকে। আরও প্রায় আড়াইশো মানুষকে এই সাত দিনে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছে ইরাক, আফগানিস্তান, সৌদি আরব ও তুরস্কে।

এই সব ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে নানা দিক থেকে। মুখ খুলেছেন বলিউড তারকারাও।। ঢাকা হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইরফান খান। এ বার মুখ খুললেন আমির।

আমির বলেন, ‘‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, মুসলিম না খ্রিস্টান- কোন ধর্মাবলম্বী তাতে কিছু এসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’’

বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঈদ পালন করেন আমির। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। ইদের শুভেচ্ছা জানান সকলকে। তার পরনে ছিল সাদা গেঞ্জি এবং জিন্স।

তাঁর বাড়িতে আসা অতিথিদের তালিকায় ছিলে অভিনেতা রিতেশ দেশমুখ, পরিচালক কারান জোহার, আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত, সন্তার জুনায়েদ এং ইরা, ভাগ্নে ইমরান খান এবং তাঁর স্ত্রী আভান্তিকা।

বন্ধু সালমান খানের ‘সুলতান’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান তিনি। সালমানকে অভিনন্দন জানাতে ভোলেননি আমির। চলতি বছরের বড়দিনে তাঁর অভিনীত ‘দাঙ্গাল’ মুক্তি পাবে। সেখানে কুস্তিগীর মহাভির ফোগাটের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.