সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
রোববার বিকালে নিউ ইয়র্কে এক সমাবেশ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিদের কাছে মাথা নত করবে না।
“যারা বাংলাদেশের মঙ্গল চায় না, তাদের মদদেই দেশের বিভিন্ন স্থানে এ ধরণের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা চলছে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।”
এজন্য বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো অবস্থাতেই জঙ্গিবাদবিরোধী সংলাপ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
“পেট্রোল বোমা হামলাসহ নানা ধরণের নাশকতা চালিয়ে জনসমর্থন হারানোর পর বিশেষ একটি মহল জঙ্গি তৎপরতায় মদদ দিয়ে বাংলাদেশকে লণ্ডভণ্ড করতে মরিয়া হয়ে উঠেছে।
“কিন্তু মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের এগিয়ে চলার ক্ষেত্রে কোনো অপশক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একাত্তরের চেতনায় বাঙালি ঠিকই জঙ্গিবাদকে শক্ত হাতে প্রতিহত করবে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, গোলাম মোস্তফা খান মিরাজ, মাহবুবুর রহমান টুকু, ফিরোজ মাহমুদ, দরুদ মিয়া রনেল, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, মমতাজ শাহনাজ ও শাহানারা রহমান এসময় উপস্থিত ছিলেন।