বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন ইতিহাসই। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিওতে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের জমজমাট এ আসর।
গলফ ইভেন্ট থেকে নিজ যোগ্যতায় রিওর টিকিট পেয়েছেন সিদ্দিকুর। আর সেটা র্যাংকিংয়ের কারণে। সোমবার পর্যন্ত বিশ্ব গলফ র্যাংকিংয়ে সেরা ৬০এর মধ্যে থাকতে পারলেই হতো। সেখানে সিদ্দিকুরের বর্তমান র্যাংকিং ৫৬। র্যাংকিংয়ে সেরা ৬০ জনই অংশ নেবে আসন্ন অলিম্পিক গেমসে।
কিছুদিন আগে এই আসরে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের দুই ক্রীড়াবিদ- মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। অনুষ্ঠেয় এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর ও ব্রেস্টস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এর আগে শ্যুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায় ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন।
সেখানে সিদ্দিকুর ব্যতিক্রম। বাংলাদেশের প্রথম কোন ক্রীড়াবিদ হিসাবে ‘ওয়াইল্ড কার্ড’ ছাড়াই রিওতে লালসবুজের প্রতিনিধিত্ব করবেন দেশ সেরা এই গলফার।