রানি মুখার্জির মেয়ের ছবি প্রকাশ

Rani220160711124657বলিউড অভিনেত্রী রানি মুখার্জি মা হয়েছেন গেল ৯ ডিসেম্বরে। কিন্তু নিজের সঙ্গে মেয়েকেও মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। এবার সেই বেড়াজাল ভাঙলেন রানি নিজেই।

ইনস্টাগ্রামে পোস্ট করলেন সাদা-গোলাপি ফ্রকে ছোট্টো আদিরার ছবি। ছবির ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘আমার সবচেয়ে বড় সম্পদ, আদিরা।’

এদিকে অনেকটা চুপিসারেই ৩৭ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেন। আর সদ্য ভূমিষ্ঠ শিশুকন্যা ‘আদিরা’ এই দম্পতির প্রথম সন্তান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.