রামপাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষরে তীব্র নিন্দা

2016_06_18_16_55_15_NpepyIdUd6NA4HhvDgdc5oAfxz8JyV_originalরামপাল বিদ্যুৎ প্রকল্পের কারিগরি চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির জরুরি সভায় এ নিন্দা জানিয়েছেন। কমিটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, এ প্রকল্প সুন্দরবন ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অপূরণীয় ক্ষতি করবে। তারপরও সরকার সব জনমত ও বিশেষজ্ঞমত অস্বীকার করে একগুয়েমি করে বাংলাদেশের জন্য মহাবিপদ ডেকে আনছে।

তারা বলেন, এ চুক্তির আয়োজন প্রমাণ করে যে, রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের পক্ষে জনমত এবং যুক্তি কোনটাই সরকারের নাই। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত উত্তেজনাই থাকুক সুন্দরবন ধ্বংসের মতো আত্মঘাতী কার্যক্রম ও লুটপাট নির্বিঘ্নে করার ক্ষেত্রে সরকারের সক্রিয়তা উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে।

নেতারা এ চুক্তি বাতিল করা এবং সুন্দরবন বিনাশী কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোর দাবি জানায়।

বৈঠকে আগামী ১৬ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.