রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারিগরি চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির জরুরি সভায় এ নিন্দা জানিয়েছেন। কমিটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
বৈঠকে নেতারা বলেন, দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, এ প্রকল্প সুন্দরবন ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অপূরণীয় ক্ষতি করবে। তারপরও সরকার সব জনমত ও বিশেষজ্ঞমত অস্বীকার করে একগুয়েমি করে বাংলাদেশের জন্য মহাবিপদ ডেকে আনছে।
তারা বলেন, এ চুক্তির আয়োজন প্রমাণ করে যে, রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের পক্ষে জনমত এবং যুক্তি কোনটাই সরকারের নাই। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত উত্তেজনাই থাকুক সুন্দরবন ধ্বংসের মতো আত্মঘাতী কার্যক্রম ও লুটপাট নির্বিঘ্নে করার ক্ষেত্রে সরকারের সক্রিয়তা উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে।
নেতারা এ চুক্তি বাতিল করা এবং সুন্দরবন বিনাশী কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোর দাবি জানায়।
বৈঠকে আগামী ১৬ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।