ফ্যাট থেকে ফিট পরিণীতি

parineeti-bg20160713175520মেদ ঝরাতে পাক্কা দেড় বছর ঘাম ঝরিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার শারীরিক গড়ন এখন কুপোকাত করে দিতে পারে সব ছেলেকে! বলিউডের চাপে হলেও ওজন কমাতে পেরে তিনি এখন খুশি।

পরিণীতি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তঃসত্ত্বা কিংবা সন্তান জন্মদানের পর বেড়ে যাওয়া ওজন ও তরুণীরা যারা মুটিয়ে গেছেন তারা প্রত্যেকে এই মেদ ঝরানোর গল্প জানতে চান। তিনি নিজেই এখন ফ্যাট থেকে ফিট হওয়ার গল্প!

মুম্বাইয়ে মঙ্গলবার (১২ জুলাই) একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পরিণীতি। রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ ছবির ‘জানেমান আহ’ শিরোনামের এই আইটেম গানে নেচেছেন তিনি। এর মাধ্যমে প্রত্যাবর্তন হলো ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর।

পরিণীতি বলেন, ‘ওজন নিয়ে অনেক লড়াই করতে হয়েছে আমাকে। আমার শারীরিক আকার ছিলো বিশাল ও বেমানান। দেখলে আকর্ষণীয় মনে হতো না এই আকার। এ অবস্থা পরিবর্তনের লক্ষ্যে কাজে নেমেছিলাম। ওজন কমানোর জন্য বলিউডের চাপ আমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে। এ অবস্থায় আসতে আমার দেড় বছর লেগেছে।’

‘ইশাকজাদে’ তারকা পরিণীতি এখন স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেন। তাই তার সুস্থ জীবনধারা তৈরি হয়েছে। তার কথায়, ‘এখন আমি ফিট। শারীরিক গড়ন যেমনই হোক না প্রত্যেককেই ফিট থাকতে হবে। নিউইয়র্কে কয়েকজন নৃত্যশিল্পীকে দেখেছি, তারা মোটা হলেও কিন্তু আকর্ষণীয়।’

২০১৪ সালে ‘কিল দিল’ ছবিটি মুক্তির পর পর্দা থেকে দূরে ছিলেন পরিণীতি। ওজন কমানোর জন্য নেওয়া বিরতি শেষে পুরো চাঙ্গা আছেন ‘দাওয়াত-ই-ইশক’ তারকা। তার ভাষ্য, ‘অবশ্যই রূপালি পর্দাকে মিস করেছি। বলিউডে আসার পর টানা চারটি ছবিতে কাজ করেছি। এ কারণে সবাই আমাকে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলো। আমি এতো ফিল্মি নই। ভিন্ন একটি পরিবেশে বেড়ে উঠেছি। আলাদাভাবে জীবন কেটেছে আমার। ফলে মানসিক বিরতি প্রয়োজন ছিলো আমার। আমি থিতু হতে চেয়েছিলাম।’

পরিণীতি মনে করেন, কোনটাকে অগ্রাধিকার দেবেন তা নির্বাচনে বিরতিটা তার জন্য সহায়ক হয়েছে। তিনি বলেছেন, ‘এটা আমার জন্য আলাদা একটা জগত। ব্যাঙ্কের কাজকারবার ও শিক্ষায় নিয়োজিত আবহে বড় হয়েছি আমি। ক্যামেরার সামনে সবসময়ই ওজন কমানোর চাপ ছিলো আমার ওপর। তাই নিজের কিছু বিষয় গোছাতে চেয়েছি।’

নিজের পছন্দমাফিক পোশাক পরতে পেরে আনন্দিত ‘হাসি তো ফাঁসি’র অভিনেত্রী পরিণীতি। তার কথায়, ‘বিরতি নেওয়ার কারণেই এখন আন্তরিকতা নিয়ে কাজে মনোযোগ দিতে পারছি। শরীরটাকে ফিট করতে চেয়েছিলাম। আমার বয়স ২৭ বছর। তাই শর্টস ও ভালো কাপড় পরতে চেয়েছি। কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে চাইনি। এই এক বছরের বিরতিটা ছিলো চমৎকার।’

পরিণীতি এরই মধ্যে ‘মেরি পেয়ারি বিন্দু’ নামের একটি ছবির কাজ শুরু করেছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘তাকদুম’ নামের একটি ছবিতে। এতে তার সঙ্গে আবার জুটি বাঁধবেন সুশান্ত সিং রাজপুত। তাদেরকে ‘শুধ দেশি রোম্যান্স’-এ একসঙ্গে দেখা গেছে তিন বছর আগে। হোমি আদাজানিয়ার পরিচালনায় ‘তাকদুম’-এ আরও থাকছেন ইরফান খান। অক্টোবর থেকে শুরু হবে এর চিত্রায়ন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.