দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি: বাংলাদেশিদের ক্ষতি হয়নি

south_sudanদক্ষিণ সুদানের চলতি গৃহযুদ্ধ বন্ধে গতকাল যুদ্ধবিরতি ঘোষণা করেছে উভয় পক্ষ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ সুদানের সংঘর্ষ বন্ধে শান্তির ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার। গতকাল সোমবার স্থানীয় একটি রেডিওতে তিনি এই ঘোষণা দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্যই জানিয়েছে।

এদিকে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা।

এই মূহুর্তে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৫ জন এবং নৌবাহিনীর ২০০ জন সদস্য কাজ করছেন।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কর্মকর্তা লে. কর্নেল ইমরান ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টে এবং নৌবাহিনীর সদস্যরা ফোর্স মেরিন ইউনিট হিসেবে দক্ষিণ সুদানে কাজ করছে। তারা সকলেই ভালো আছেন।

এছাড়া বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে এবং সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকেরাও কেউ হতাহত হননি। তবে, তাদের অবস্থান জুবা শহরের মধ্যে হওয়ায়, তাদের কেউই জাতিসংঘের কম্পাউন্ডে আশ্রয় নিতে পারেননি।

সর্বশেষ খবরে জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বন্ধে কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে উভয় পক্ষ।

এদিকে, দেশটিতে চলা সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.