দু’দিন আগে টেলিভিশন নেটওয়ার্কের স্যাটেলাইট স্বত্ত্বে ৫০০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক রোশন। তাকে ছাড়িয়ে গেলেন সালমান খান। একই নেটওয়ার্কে ১০০০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
৫০ বছর বয়সী এই অভিনেতার ‘সুলতান’-এ বক্স অফিস ভালো সফলতা পেয়েছে। ইতিমধ্যে ছবিটি ২০০ কোটি রুপি আয় করেছে। এরপর থেকেই গুঞ্জণ উঠেছে, টেলিভিশন নেটওয়ার্কের স্যাটেলাইট স্বত্ত্বে ১০০০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি সল্লু।
শোনা যাচ্ছে, চ্যানেলগুলো ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকাকে তিনগুণ অর্থ দেওয়ার জন্যও প্রস্তুত।
এদিকে কিছুদিন পর কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু করবেন সালমান। তবে এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।