রোববার ভিসা পাচ্ছেন মুস্তাফিজ!

prv_ad9da_1454441984_0_0_0ভিসা প্রক্রিয়ার কাজ শেষ। কিন্তু বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান ঠিক কবে নাগাদ ইংল্যান্ডের ভিসা পাবেন তা এখনো নিশ্চিত হয়নি। বৃহস্পতিবারই ভিসা হাতে পাওয়ার কথা ছিলো মুস্তাফিজের। কিন্তু এদিন ভিসা আনতে যাননি মুস্তাফিজ। জানানো হয়েছে রোববারের মধ্যে ইংল্যান্ড যাওয়ার গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন কাটার মাস্টার। ওইদিন ভিসা পেতে পারেন তিনি।

রোবাবার ভিসা হলে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে হয়তো ওইদিন রাতেই বিমানে চড়বেন মুস্তাফিজ। আর সেটা না হলে পরদিন (সোমবার) ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি। আপাতত নিজের ফিটনেস নিয়েই ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণের সেরা এই অস্ত্র। বৃহস্পতিবার অ্যাকাডেমি মাঠে রানিং থেকে শুরু ফিটনেস নিয়ে অনেক কাজই করেছেন গেল মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে আসা মুস্তাফিজ।

আগে বলা হচ্ছিলো, ১৫ জুলাই সাসেক্সের হয়ে মাঠে নামবেন বাঁহাতি এই পেসার। কিন্তু সেটা যে হচ্ছে না তা পরিষ্কার। এতে অবশ্য ভালোই হয়েছে তার জন্য। রোববার ভিসা হলে ইংল্যান্ডে গিয়ে সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য কদিন সময় পাবেন মুস্তাফিজ। আর ২১ জুলাই থেকে সাসেক্সের হয়ে মাঠে দেখা যাবে তাকে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথমবারের মতো ইংল্যান্ডে যাচ্ছেন মুস্তাফিজ। যদিও সেটা নিজ দেশের হয়ে খেলতে নয়। ইংল্যান্ডে খেলতে যাওয়ার অভিজ্ঞতা মুস্তাফিজের আগেই হয়েছে। ২০১৩ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন বাংলাদেশের পেস আক্রমণের এই বিস্ময় বালক। যদিও সফরটি মনের মতো হয়নি। ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসতে হয়েছিলো তাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.