চুক্তি ভঙ্গ ও অবহেলার অভিযোগে মালয়েশিয়া এয়ারলাইনসের (এমএএস) বিরুদ্ধে মামলা করেছেন ফ্লাইট এমএইচ১৭-এর হতভাগ্য সাত যাত্রীর স্বজন। খবর দ্য স্টার।
গতকাল মালয়েশিয়ার উচ্চ আদালতে চার ইন্দোনেশিয়ান ও তিন ডাচ নাগরিকের পক্ষ থেকে ১১ জন বাদী এ মামলা করেন। নিহত ও বাদীদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তাদের কৌঁসুলি ড. এস আরুনান। তবে নিহতদের বয়স দুই থেকে ৭৪ বছর বলে জানিয়েছেন তিনি। দায়েরকৃত অভিযোগে এমএএসকে আসামি করা হয়েছে। বাদীপক্ষ এমএএসের কাছে আর্থিক ক্ষতিপূরণ (সাধারণ ক্ষতি হিসেবে মূল্যায়িত হবে), বিশেষ ক্ষতিপূরণ, খরচ, সুদ ও আদালতের বিবেচনা অনুযায়ী অন্যান্য অনুদান দাবি করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই পূর্ব ইউক্রেনের কাছে এমএএসের ফ্লাইট এমএইচ১৭ বিধ্বস্ত হলে ২৮৩ জন যাত্রী ও ১৫ জন ক্রুর সবাই নিহত হন। উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে আমস্টারডাম যাচ্ছিল। এটি বিধ্বস্ত হওয়ার সময় ইউক্রেনে ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাত চলছিল।
এর আগে এমএইচ১৭-এর দুজন যাত্রী ও ছয়জন কেবিন ক্রুর পক্ষ হয়ে এমএএসের বিরুদ্ধে আটটি মামলা করেন কৌঁসুলি শৈলেন্দ্র ভার। তিনি জানান, বাদীরা অন্যান্য অভিযোগসহ নির্ভরশীলতা হারানো, নিয়োগকর্তার তরফ থেকে সহযোগিতা না পাওয়া ও চিকিত্সা সুবিধা হারানোর অভিযোগ এনেছেন।
আরও খবর