ইনফোলেডি” মডেলের সহায়তায় আইসিটি-ভিত্তিক টেকসই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক প্রতিষ্ঠান ডিনেট এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে জাগো ফাউন্ডেশন স্বতন্ত্রভাবে কাজ করছে।
উক্ত প্রতিষ্ঠানগুলোক আর্থিকভাবে সহাযোগিতা করার মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-নির্ভর শিক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্যপ্রযুক্তির সুফল আরো বেশী আকারে পৌঁছে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইসিটি ডিভিশন কাজ করে চলেছে।
এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার আইসিটি টাওয়ার (সাবেক বিসিসি ভবন)-এর ৩য় তলায় অবস্থিত বিসিসি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডিনেট’র সিইও অনন্য রায়হান এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ।