ডলার সংকটে লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ জন বাংলাদেশি

লেবানন থেকে নিজ দেশে ফেরা অব্যাহত রয়েছে বাংলাদেশিদের।
এ পর্যায়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার দিনগত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বৈধ কাগজপত্রবিহীন আরও ৪২২ বাংলাদেশি। শনিবার দুপুরে তারা বাংলাদেশে পৌঁছাবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস।
এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির এমন সংকটময় মূহুর্তেও দূতাবাস আমাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে।
জেল-জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পেরে আমরা আনন্দিত।
দেশটিতে চলমান ডলার সংকটই আমাদের বাধ্য করছে নিজ দেশে ফিরতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.