তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় নিহত দুই শতাধিক

turaskoতুরস্কের সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় নিহত ২৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক।

শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১০৪ জন অভ্যুত্থানকারী। বাকিরা সাধারণ জনগণ ও পুলিশ।

এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলসহ ২ হাজার ৮৩৯জন বিপথগামী সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।

সাধারণ জনগণের অনেককেই রাস্তায় সেনাদের ধাওয়া করতে দেখা গেছে। অভ্যুত্থানের চেষ্টার পর বহু সেনা আত্মসমর্পণ করেছেন।

সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে জড়িতদের কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট এরদোগান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.