ভারতীয় গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার পরিদর্শন করলেন আইজিপি

2016_07_28_03_15_28_OuYipxXvVeal0gCZsn2tTZgiNdRAb9_originalভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর সদরদপ্তর পরিদর্শন করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে বুধবার আইজিপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দিল্লিতে এনআইএ সদর দফতর পরিদর্শন করে।

আইএসসহ বিভিন্ন জঙ্গি ও উগ্রবাদী সংগঠন ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় কীভাবে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছে, তা নিয়ে এনআইএ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে ইসলামিক স্টেট (আইএস) থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে যাবতীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করে এনআইএ। এই সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকার এখন ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সে হিসাবে আইজিপির এই ভারত সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এনআইএ-র কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, এতদিন দু’দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হয়ে এসেছে – এখন সেটাকে পরের ধাপে উন্নীত করার সময় এসেছে বলেই তারা মনে করছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় নর্থ ব্লকে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হবে

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও ভারতের প্রতিনিধিদলে থাকবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, বিএসএফ, ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও কোস্ট গার্ডের প্রধানরাও।

অপরপক্ষে বাংলাদেশ দলে আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে থাকছেন আইজিপি একেএম শহীদুল হক, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্ট গার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, নারকোটিকস কন্ট্রোল (মাদক নিয়ন্ত্রণ) বিভাগের ডিজি খন্দকার রকিবুল রহমানসহ আরও অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.