করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ৭৩টি দেশকে ‘সবুজ তালিকায়’ এনেছে সংযুক্ত আরব আমিরাত।
সবুজ তালিকায় থাকা দেশগুলো আগামী ২৬ ডিসেম্বর থেকে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
শনিবার আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ এই তালিকা প্রকাশ করেছে।
সবুজ তালিকায় এশিয়ার বিভিন্ন দেশ থাকলেও নেই বাংলাদেশ।
নতুন ঘোষণা অনুযায়ী, সবুজ তালিকার দেশের যাত্রীরা আবুধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।
তবে তাদের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে।
এছাড়া আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।