বৃহস্পতিবার (২৮ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে চতুর্থবারের মত হতে যাওয়া এ বৈঠকে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।।
বৈঠকে অংশ নিতে বুধবার (২৭ জুলাই) নয়াদিল্লি পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল।
ভারতীয় পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বৈঠকে অংশ নেবেন ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক, স্বরাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।