টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী তিশার বেশ কয়েকটি নাটক ঈদের অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। ঈদের পরপরই অন্য অভিনয়শিল্পীরা নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হলেও তিশা কিছুদিন বিরতি নিয়েছেন। গতকাল বুধবার থেকে আবার নাটকের শুটিং শুরু করেছেন তিনি।
অনন্য ইমনের ‘ফিরে এসো’ নামের এই নাটকে তিশা অভিনয় করেছেন নিশোর বিপরীতে।
তিশা জানান, নতুন উদ্যমে কাজ শুরু করতেই তাঁর এই সাময়িক বিরতি।
এদিকে আজ বৃহস্পতিবার আরেকটি নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিশা। আবু রায়হান জুয়েলের ‘দুই পাখি’ নামের এই নাটকে তিশা অভিনয় করছেন জাহিদ হাসানের বিপরীতে।
ছোট পর্দার পাশাপাশি এবারের ঈদে ‘মেন্টাল-রানা পাগলা’ নামের একটি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন তিশা।
আরও খবর