আমিরাতে বিবাহ না করেই একসাথে থাকতে পারবে প্রেমিক-প্রেমিকারা

অমুসলিম এক যুগলের জন্য ‘সিভিল ম্যারেজ লাইসেন্স’ ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত।
এ ছাড়া নতুন বছরে ১ জানুয়ারি থেকে সেখানে শুক্রবারে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
এ সময় থেকে সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার-রবিবার।
তুলে নেওয়া হয়েছে অবিবাহিত যুগলের লিভ টুগেদারের ওপর থেকে নিষেধাজ্ঞা। পশ্চিমাদের সঙ্গে তাল মিলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর দিয়েছে।

আরব আমিরাতের মোট জনসংখ্যা এক কোটি।
এর মধ্যে শতকরা ৯০ ভাগই বিদেশি। তার মধ্যে আছেন বিপুলসংখ্যক অমুসলিম।
আমিরাত হলো একটি অতি রক্ষণশীল মুসলিম দেশ।
কিন্তু আধুনিক হওয়ার জন্য তারা এরই মধ্যে আইন সংশোধন করেছে।

অগ্রগতির জন্য সামাজিক উদারীকরণের জন্য বেশ কিছু আইন আমিরাত সংশোধন করেছে গত বছর।
এর মধ্যে অবিবাহিত যুগলের লিভ টুগেদারের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
অ্যালকোহল পানের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
দীর্ঘমেয়াদে রেসিডেন্সিরও প্রস্তাব দেওয়া হয়েছে।
এ মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, তারা সাপ্তাহিক ছুটি পালন করবে পশ্চিমা স্টাইলে।
অর্থাৎ এতদিন সেখানে সাপ্তাহিক ছুটি পালন করা হতো শুক্রবার থেকে শনিবার পর্যন্ত।
কিন্তু ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তা আর হবে না।
এ সময় থেকে সেখানে সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার-রবিবার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.