সানি লিওনির জীবন যখন পর্দায়

sunny-leoneপর্নো জগৎ থেকে হিন্দি সিনেমার নায়িকা- অভিনেত্রী সানি লিওনির জীবনের গল্পটা রূপকথার চেয়ে কম নয় কোনো অংশেই। এর আগে জীবন নিয়ে হয়েছে তথ্যচিত্র। এবার জানা গেল, আস্ত এক সিনেমাই তৈরি হবে সানির জীবন নিয়ে।

ইন্দিয়া টুডে বলছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তার পরিচয়, প্রেম, পর্নো ইন্ডাস্ট্রি থেকে তার বলিউডে আসা এবং নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে করা লড়াই— মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিনেমার গল্প।

এর আগে সানি লিওনের উপর একটি তথ্যচিত্র নির্মিত হয়েছিল। ‘মোস্টলি সানি, পার্টলি ক্লাউডি’ নামে ওই তথ্যচিত্রটির পরিচালক ছিলেন কানাডার আলোকচিত্রী দিলিপ মেহতা।

ছবিটি প্রযোজনা করবেন সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। ছবিতে সানি নিজেও অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’-এর পরিচালক আভিশেক শর্মা। সানি ও ড্যানিয়েলের কিছু বন্ধুকেও নাকি ছবিতে দেখা যাবে।

সানির প্রেম, বিয়ে, পেশা সবকিছুই নাকি থাকবে ছবিতে। সানি যে সব বিতর্কে জড়িয়েছিলেন, সেগুলোও থাকবে। তবে ছবি সম্পর্কে এখন এর থেকে বেশি আর কিছু জানা যায়নি।

চলতি বছরে এপর‌্যন্ত মুক্তি পেয়েছে সানির একটিউ সিনেমা, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’। বছরের শেষে মুক্তি পাবে ‘বেইমান লাভ’ এবং ‘টিনা অ্যান্ড লোলো’ নামের আরও দুটি সিনেমা।

২০১৬ সালে শাহরুখ খানের সিনেমা ‘রাইস’-এ ‘লায়লা ও লায়লা’ আইটেম গানেও থাকবেন সানি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.