আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে শীর্ষ স্থানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
হামবুর্গ-ভিত্তিক এক সমীক্ষা আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে এমিরেটস এয়ারলাইন্সকে উল্লেখ করেছে।
ঝুঁকি সূচকে ৯৫.০৫ শতাংশ স্কোর নিয়ে এমিরেটস এয়ারলাইন্স তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়্যাল ডাচ এয়ারলাইন্স যার স্কোর হলো (৯৩.৩১) হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে।
এছাড়া অন্যান্যদের মধ্যে জেট ব্লু পেয়েছে ৯১.৬১, ডেল্টা ৯১.৫৫ এবং ইজিজেট ৯১.২৮।
ইউরোপে ৯৩.৩১ পেয়ে প্রথম স্থানে রয়েছে রয়্যাল ডাচ এয়ারলাইন্স।
ফিনিশ ‘ফিন এয়ার’ স্কোর করেছে ৯৩.১৬ শতাংশ, এয়ার ইউরোপ ৯৩.১২ শতাংশ, ট্রান্সাভিয়া ৯২.৮৩ শতাংশ, ইজিজেট ৯১.২৮ শতাংশ এবং নরওয়েজিয়ান ৯০.৯৫ শতাংশ।