অস্বাভাবিক বিমান ভাড়া, মাইগ্রেশন খরচ বৃদ্ধি, করোনার প্রকোপ ও বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নানা প্রতিবন্ধকতার কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের গতিপ্রবাহ কমেছে বলে অভিমত প্রবাসীদের।
সরকার এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে এর প্রভাব আরও ব্যাপক হবে বলে জানিয়েছেন তারা।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পরে সংযুক্ত আরব আমিরাত ছিল দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স পাঠানো দেশ।
নানা প্রতিকূলতায় সেই অবস্থান এখন চতুর্থ অবস্থানে।
এর কারণ হিসেবে বিমানবন্দরে হয়রানি, অস্বাভাবিক বিমান ভাড়া, মাইগ্রেশন খরচ বৃদ্ধি এবং করোনার প্রকোপে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রবাসীরা।
বাংলাদেশে সমিতি সিনিয়র সহসভাপতি ইসমাঈল গনী চৌধুরী বলেন, মানুষ কষ্ট করছেন মানুষ আসতে পারছে না, টিকিট করে তাদের অফলোড করা হচ্ছে।