তারেককন্যা জাইমার কাছে জামানত হারাবেন প্রধানমন্ত্রী!

2016_07_29_14_25_53_0A5ndyj42eeIHXkceYAWq3lgc1qQb0_originalসুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানত হারাবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘আপনাকে পরাস্ত করতে খালেদা-তারেকের প্রয়োজন হবে না। তারেকের মেয়েই যথেষ্ট।’

বিএনপির অন্যতম শীর্ষ এ নেতা বলেন, ‘দেশ চলছে ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। বর্তমান সরকারের সব আয়োজনই প্রতিবেশি রাষ্ট্রের ভুড়িভোজের জন্য।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভিনদেশিদের দ্বারা নির্বাচিত।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.