যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর পাল্টা গুলিবর্ষণ করে হত্যার ঘটনায় বেশ কয়েকদিন যাবত উত্তপ্ত হয়ে আছে দেশটির আভ্যন্তরীণ পরিস্থিতি। ঠিক এরমধ্যেই আবার ক্যালিফোর্নিয়ায় দুই পুলিশ অফিসারের উপর গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা।
ঘটনার পরপর বন্দুকধারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে সানডিয়াগোতে এই অভিযান শুরু হয়। পুলিশ নিরাপত্তার খাতিরে ঐ অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরুনোর তাগাদা দিয়েছেন।
পুলিশের একজন মুখপাত্র গতকাল রাত ১১ টায় এই গোলাগুলির ঘোষণা দেন। এক ঘণ্টা পরে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজে অভিযান চলছে। গোটা পরিস্থিতি এখনো অস্পষ্ট।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ডালাস এবং ব্যাটন রুজে পুলিশের ওপর ২টি পৃথক হামলায় ৮ জন পুলিশ অফিসার নিহত হয়েছেন। যদিও দেশটিতে বেশিরভাগ পুলিশ হতাহতের ঘটনা ঘটে অস্ত্রধারী কোন অপরাধীর সাথে গুলিবিনিময় চলাকালে।