৫জি’র প্রযুক্তির প্রচলন দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য বলেছিলেন মার্কিন কংগ্রেসের জনপ্রতিনিধিরা।
সেই ‘অনুরোধ’ প্রত্যাখান করেছে দেশটির শীর্ষ দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। ৫জি প্রযুক্তি বহুল প্রচলনের পূর্বনির্ধারিত দিন হিসেবে ৫ জানুয়ারিতেই অটল থাকছে তারা।
সপ্তাহের শুরুতেই সি-ব্যান্ড স্পেকট্রাম ৫জি ওয়্যারলেস প্রযুক্তি প্রচলনে আরো দুই সপ্তাহ অপেক্ষা করার আহ্বান জানিয়ে দেশের শীর্ষ দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবং ভেরাইজনের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী পিট বুটিজেজ এবং ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’ ব্যবস্থাপক স্টিভ ডিকসন।
ওই ‘অনুরোধ’ উভয় প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বিবিসি।
তবে ‘অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা’ প্রয়োগের আশ্বাস দিয়েছে তারা।