ওয়াশিংটনে প্রধানমন্ত্রীপুত্র জয়ের জন্মদিন পালন

2016_07_29_09_16_38_4IAiRIfiYEnfWSKWGsTiLSzY7kTYxU_originalবঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আওয়ামী লীগ। গত ২৭ জুলাই আরলিংটনের কাবাব প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।

জন্মদিনে কেক কাটার পর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারজিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ।

সভায় বক্তারা বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানান। প্রত্যেক এলাকায় জঙ্গি নির্মূল কমিটি গঠন করে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি এলাকায় দেখা গেলে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য রাখেন ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ সভাপতি মুজিবর রহমান মজু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি প্রাক্তন আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর অ্যাডভোকেট অমর ইসলাম, সহ সভাপতি জিবক বড়ুয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, সাধারণ সম্পাদক জাহিদ হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি তালুকদার সামসুজ্জোহা ডন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর, ভারজিনিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তিযাদ্ধা মনসুর আহমেদ, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.