এভিয়েশন নিউজ: নাটোরের সিংড়া উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ শুরু করেছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দেশব্যাপী আইটি প্রশিক্ষণের অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সিংড়ার কলম ও শেরকুল ইউনিয়নে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।
শনিবার এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায়ে সিংড়ার দুটি ইউনিয়নের ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।
সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ। প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সিংড়াতেই বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।
তিনি বলেন, আইসিটি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের প্রকল্প, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্যপ্রযুক্তি খাতকে বিকশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। কারণ প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও উন্নয়ন সম্ভব নয়। সরকারের পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তোলাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।