ডোমেইন নিবন্ধন বাড়ছে

c81441952fe64d4e33dc01f434da7c32-dotcomইন্টারনেট ঠিক কত বড়? নিশ্চিতভাবে এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। কারণ এটা গণনা করার নির্ধারিত কোনো পথ নেই। তবে কেউ হিসাব করেন সচল ওয়েবসাইটের সংখ্যা ধরে, কেউবা ওয়েব সার্চের হিসেবে। কেউ কেউ ডোমেইন নাম নিবন্ধনের হিসেবে ইন্টারনেটের হিসেব করেন।
এ বছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে টপ লেভেল ডোমেইনসের (টিএলডিএস) সংখ্যা ৩২ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ডটকম, ডটনেট এবং বিভিন্ন দেশভিত্তিক ডোমেইন নাম রয়েছে। ‘ডোমেইন নেম ইন্ড্রাস্ট্রি ব্রিফ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভেরিসাইন। মার্কিন প্রতিষ্ঠান ভেরিসাইন ইন্টারনেট ডোমেইন নেমের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা।
ভেরিসাইন বলছে, জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে এক কোটি ২০ লাখ ডোমেইন নাম ইন্টারনেটে যুক্ত হয়েছে যা ২০১৫ সালের শেষ তিন মাসের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ আর ২০১৫ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ১১ শতাংশ বেশি।
টিএলডিএসের মধ্যে ডটকম আর ডটনেটের সংখ্যা ৪৪ শতাংশ এর মধ্যে শুধু ডটকম ৩৯ শতাংশ। শুধু এই দুটি টিএলডিএস গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে আর দেশভিত্তিক টিএলডিএস গুলো বেড়ে ৮ দশমিক ২ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.