নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে ৬ হাজার ৫১১ বন্দি স্থানান্তর

29-07-16-Abdullahpur_Central Jail Prisoner Transfer-3কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকাল থেকে বন্দি স্থানান্তর শুরু হয়। সারাদিনে ৬ হাজার ৫১১ জন কারাবন্দিকে স্থানান্তর করা হয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুদিনে নেওয়ার কথা ছিল বন্দিদের। তবে আমাদের কাজের অগ্রগতি বেশি হওয়ায় আজকের মধ্যেই স্থানান্তর কাজ শেষ করে ফেললাম।’

এর আগে শুক্রবার সকাল থেকে শুরু হয় বন্দি স্থানান্তর। সকালের সূর্যোদয়ের পরপরই সাড়ে ছয়টা থেকে বন্দি স্থানান্তর শুরু হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এদিকে বন্দি স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কারাগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চানখারপুল, বংশাল, চকবাজার, বেগমবাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশবন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ পথচারিদেরও এই পথগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.