নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা।
এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জনগণের ঘাঁটি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে।
কিন্তু এ শহরকে কলুষিত করা হয়েছিল।
সে কারণেই নেত্রী আমাকে নৌকা দিয়েছেন।’
এসময় তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।