৩০০ শিক্ষার্থী চাকরি পেলেন বিপিও সম্মেলনে

bpo20160729200318দেশের তরুণ-তরুণীদের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে বেশি করে আগ্রহী করে তুলতে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এই খাতের অবস্থানকে তুলে ধরতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিপিও সম্মেলন-২০১৬।

এবারের সম্মেলনে ৩০০ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট খাতে চাকরির ব্যবস্থা করা হয়েছে। বিপিও খাতে কল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অন স্পট চাকরির নিয়োগপত্র পেয়েছে এই ৩শ’ ভাগ্যবান।

গত বছর ওই সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সদস্যভুক্ত ছয়টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে ২৩৫ শিক্ষার্থীকে চাকরি দেয়া হয়। এবারও তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের এই খাতে চাকরি দেওয়া হলো।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এবারের সামিটের উপজীব্য হিসেবে নেয়া হয়েছে ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা’। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

বর্তমানে বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ব্যবসার অগ্রগতি সন্তোষজনক যার বর্তমান বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার। ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভাল করেছে। বিপিও সেক্টরে সারা বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলঙ্কা ২ বিলিয়ন ডলার আয় করছে।

বাংলাদেশের লক্ষ্য স্থানীয় বাজার সম্প্রসারণ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই খাত হতে ১ বিলিয়ন ডলার আয় এবং ৫ লাখ তরুণ-তরুণীর কর্মস্থান সৃষ্টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.