গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলিনের উদ্যোগে ৫২৯ ম্যাকডোনাল এভিনিউ ব্রুকলিনে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত চট্টগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চট্টগ্রামের খতিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনও জঙ্গিবাদ সমর্থন করে না।
গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলিনের খতিব মাওলানা নূরুল হুদার সভাপতিত্বে এবং হাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, মো. দিদার এবং মোহাম্মদ আকতারের সার্বিক পরিচালনায় মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনির হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সভাপতি মো. হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মেহবুব হোসেন বাদল, যুক্তরাষ্ট্রস্থ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠক সৈয়দ হেলালউদ্দিন মাহমুদ, মাওলানা ওয়াসিম সিদ্দিক, আইয়ুব আনসারী, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতাদের অন্যতম মো. উসহাক, আবু তালেব বদি, জামাল উদ্দিন, মো. দেলওয়ার, আজারুল আজম, সৈয়দ মইনুল হক, মহিউদ্দিন খোকন, খোকন কে চৌধুরী, সালাহঊদিদন, গিয়াস উদ্দীন, জামাল ঊদিদনসহ বিপুল সংখ্যক চট্টগ্রাম প্রবাসী।