রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬৫ লাখ টাকার ক্যাবল চুরি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি লেইভার ক্রেন থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।
প্রকল্পের কাজের জন্য বিশেষভাবে তৈরি ১২৬ চাকাবিশিষ্ট ক্রেন থেকে চুরি যাওয়া ক্যাবলের দাম ৬৫ লাখ টাকা।

এ ঘটনায় বুধবার রাত ১১টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে।
প্রকল্পের ডিরেক্টর অব সিকিউরিটি ভিএন তুরুটিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, রূপপুর প্রকল্পের অভ্যন্তরে জাহাজের মালামাল ওঠা-নামার নির্ধারিত জায়গায় থাকা ওই দুটি লেইভার ক্রেন ৩০ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণের সময়ে ক্যাবলগুলো রাখা ছিল।
কিন্তু ৯ জানুয়ারি পুনরায় জাহাজে ওই দুটি লেইভার ক্রেনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করার সময় ২৬৫ মিটার গুরুত্বপূর্ণ ক্যাবল পাওয়া যায়নি। এরপর থেকে রূপপুর প্রকল্পের জন্য নির্মিত জেটিতে মালামাল ওঠা-নামা অনিয়মিত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.