কাতারে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

QATAR-EMBASSY-120160730184730কাতারে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় শুক্রবার (২৯ জুলাই) রাতে রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব নাজমুল হকের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, শ্রম কাউন্সিলর ড.সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, প্রথম শ্রম সচিব রবিউল ইসলামসহ কাতারস্থ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কাতার প্রবাসীদের বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের ঠাঁই হতে পারে না।

বক্তারা বলেন, বাংলাদেশে আই এস বলতে কিছু নেই, তাদের এজেন্ট হিসাবে জামাত- শিবির ও বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসী কমকাণ্ড চালিয়ে যাচ্ছে। জামাত-শিবির ও বিএনপিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূলে সরকারকে সহযোগিতা করাতে সবার প্রতি আহবান জানান তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.